তারুন্যে এগিয়ে যাক খেলাধুলায়, মাদকমুক্ত এলাকা চাই,শীর্ষক শ্লোগানে কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতলী বার ডলিয়া পাড়া ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুট বল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
১২ই ডিসেম্বর বিকেলে স্থানীয় মাঠে ফুটবল টূর্না মেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, নিরক্ষরমুক্ত পোকখালীর চেয়ারম্যান
অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলাম, পোকখালী যুবলীগের সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তোহাদ।
উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার মোফাচ্ছেল, পোকখালী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম সুজন, গোমা তলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রশিদ আহমদসহ আরো অনেকে। খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
ফাইনাল খেলা পরিচালনা করেন, কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সদস্য আহমদ কবির।
এ খেলায় জালালাবাদ বাহারছড়ার কাছে পরা জিত হন মহেশখালী। পরে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলকে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রপি প্রদান করেন।