কক্সবাজার সদরের ঈদগাঁওতে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঈদগাঁওর মধ্যম মেহেরঘোনাস্থ বজল আহমদের গোয়াল ঘর থেকে সঙ্গবদ্ধ চোরের দল একটি গরু চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় আরেক বাড়ীর চারটি তালা কেটে ফেলে চোর চক্র রা।গরুর মূল্য ৭০ হাজার টাকা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেন মেম্বার মিজানুর রহমান মুহসিন।
সচেতন মহলের মতে, আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে বা চোরচক্র থেকে রক্ষাকল্পে রাত্রে পুলিশী টহল একান্ত জরুরী।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিমের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।