ঈদগাঁওতে ইটিএস কম্পিউটার ইনষ্টিটিউট পরি দর্শন করেন বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাহিন কাউছার সরকার।
গতকাল বিকেলে ঈদগাঁও স্টেশন এই প্রতিষ্টান পরিদর্শনকালে তিনি অত্র কম্পিউটার ইনষ্টিটিউ টের সফলতা কামনা করেন ও প্রতিষ্টানের মালা মাল চুরির ঘটনায় দু:খ প্রকাশ করেন। সে সাথে এই অঞ্চলে কারিগরী শিক্ষা প্রসারে ইটিএসের ভূমিকা অনন্য বলে উল্লেখ্য করেন।
এসময় সাথে ছিলেন,অত্র প্রতিষ্টানের পরিচালক
তারেকুল হাসান তারুন, রুবেল উদ্দিন, জুনাইদ, হাবিব উল্লাহ, হেলাল উদ্দিন,এরফানসহ আরো অনেকে।