চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ওয়েলফেয়ার ক্লাব শীতার্ত ৫০ নারীর মাঝে চাদর বিতরণ করেছে।
রোববার সকালে নবাবগঞ্জ টাউন ক্লাবে ওয়েলফেয়ার ক্লাবের আহ্বায়ক সেলিনা বিশ্বাসের সভাপতিত্বে শীতার্ত নারীদের মাঝে গায়ের চাদর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ক্লাবের সদস্য নাজনীন হাসান, সাইরিন পারভীন, নাহিদা আখতার দিপা, শামীমা খাতুন, মোর্শেদা বেগম, নাদিরা খাতুন, রাজিয়া খাতুন, উম্মে রাওমান প্রমুখ।