উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ উখিয়া ও নাইক্ষংছড়ির ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২০ ডিসেম্বর)বিকাল ৬ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম সদর ষ্টেশনে অবস্থিত হোটেল আল মামুনের সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীদের আটক করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত এরশাদুল হকের ছেলে নুরুল হক (২৮),উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কাস্টম এলাকার নুর হোসেনের ছেলে লোকমান(২০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ নিশ্চিত করেছেন।