Logo

ব্রিজ ভেঙে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি। / ২১৫ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নাইক্ষ্যংছড়ি থানা ও বিজিবি ক্যাম্প সংলগ্ন স্টিল ব্রিজটি ভেঙ্গে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে যায়। এতে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রাকটি পণ্য নিয়ে গর্জনিয়া বাজার যাচ্ছিল।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।
ট্রাকের পণ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তবে কোন প্রাণহানি ঘটেনি।
স্থানীয় লোকজন ধারণা করছে, অতিরিক্ত পণ্য বহন করায় ব্রিজটি ট্রাকসহ পণ্যের ভারে ভেঙে নিচের খালে পড়ে যায়।এতে করে ট্রাকে থাকা পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
দীর্ঘদিন ধরে এই ব্রিজটি অবহেলায় পড়ে আছে। প্রায় সময় ব্রিজটির পাটাতন উঠে যায়। সড়ক ও সেতু মেরামত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় বা সংস্কার না করায় আজকেএই ব্রিজটি ভেঙে যায়।

ব্রিজটি দ্রুত মেরামত অথবা পুণনির্মাণ করা না হলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে আশংকা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর