Logo

টেকনাফে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারী আটক

টেকনাফ প্রতিনিধি। / ১০৫ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় জব্দ করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা বড়ি।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সামনে ব্রীজের উপর হতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আট ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে ছালামত উল্লাহ (৪০) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের শেল্টার নং ৩১, ডি/১ ব্লকের মৃত আহমদের ছেলে রোহিঙ্গা মোস্তফা কামাল (৪০) বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কায়ুকখালী খালের উপর ব্রীজে জওয়ানরা দুই জন সন্দেহ জনক ব্যক্তিকে ঘেরাও করে। পরে তাদের তল্লাশী করে সাথে থাকা শপিং ব্যাগ হতে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর