শুকলাল দাশ
ফেলে আসা পাঠশালারই দিন
ভেবে ভেবে খেই হারিয়ে ফেলা
হারিয়ে গেছে স্বপ্ন রঙিন বেলা<
বন বাদাড়ে ছোটাছুটির খেলা
খেলার সাথী বন্ধু ছিলো যারা
তারা আজি অনেক অনেক দূরে
ছেলেবেলা আজো ডেকে যায়
মন পুড়ে-মন পুড়ে........।
স্মৃতির দোলায় একটু ছুঁয়ে ধরা
ডেকে ডেকে হারিয়ে যায় শুধু
বুকের ভেতর ব্যথার ঝলক ওঠে
চোখের পাতা কষ্টে পুড়ে ধু ধু।
একলা আমি স্মৃতির পাতা খুলি
ভুলে যাওয়া প্রহর মনে পড়ে
কষ্টে আমার দিন রাত্তির কাটে
কোন বেদনায় শিউলি-বকুল ঝরে।
কোথায় পাবো পাঠশালারই সুখ
চোখে চোখে নিঝুম কথা বলা
হারিয়ে গেছে স্বপ্নভরা দিন
এখন আমার শুধুই একলা চলা।