কক্সবাজার সদরে চৌফলদন্ডীতে জলাবদ্ব ড্রেন সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শুরু করায় খুশিতে উৎফুল্ল হয়েছেন এলাকাবাসী।
২৩ ডিসেম্বর সকালে ইউনিয়নের বৃহত্তম দক্ষিণ রাখাইন পাড়া সুরক্ষিত রাখাইন (পল্লী) রাখাইন সম্প্রদায়ের একমাত্র অবহেলিত’জলাবদ্ধ (ড্রেন) সংস্কার কাজ শুরু হয়েছে। এটি সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ বতর্মান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আর্থিক ভাবে (কাবিখা) উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দিয়ে সহ যোগিতা করেন। স্থানীয় মেম্বারের নেতৃত্বে এই সংস্কার কার্যক্রম শুরু হল।
ইউনিয়ন ১নং ওয়ার্ড়ের মেম্বার উছাচিং রাখাইন জানান, রাখাইন পল্লীতে জলাবদ্ব ড্রেন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় মহিলা সাংসদ কে রাখাইন সম্প্রদায়ের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।