ঈদগাঁওর ঐতিহ্যবাহী নাশীখালে রাতের আধাঁরে কে বা কারা বর্জ্যপদার্থ ভর্তি বস্তা ফেলছে প্রতি দিন। ঐ সকল বর্জ্যের মধ্যে মেডিক্যাল বর্জ্য থেকে শুরু করে রেস্টুরেন্ট বর্জ্য,পোল্ট্রি বর্জ্য, প্লাষ্টিক বর্জ্য, কুলিং কর্ণারের বর্জ্যও রয়েছে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। সকল বর্জ্যে নাশীখালের পানি দূষিত হয়ে পড়ছে, নষ্ট হচ্ছে নাশীখালের জীববৈচিত্র্যতা।
নাশীখাল রক্ষায় এগিয়ে আসুন। নদী-খালের পানিতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন।
এরা মানূষের শত্রু,সমাজের শত্রু,রাষ্ট্রের শত্রু, পরিবেশ ও প্রকৃতির শত্রু। নাশীখাল রক্ষায় গণসচেতনতা সৃষ্টি করতে দেশের সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
সচেতন লোকজন সুপরিচিত নাশীখালে বর্জ্য না ফেলার জন্য অনুরোধ জানান।