ঈদগাঁও-ঈদগড় সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি
সংঘর্ষে ৬জন গুরুত্বর আহত হয়েছে।
২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ঈদগড় ইউনিয়নের
ধুমছাকাটা স্কুল সংলগ্ন টানিং পয়েন্টেই ঈদগাঁও মুখী ট্রাকের সাথে ঈদগড়মুখী সিএনজি সংঘর্ষে চালক আশরাফ উদ্দিনসহ অন্য যাত্রীরা আহত হন। আহতদেরকে কক্সবাজার এবং চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে সিএনজি সমিতির দায়িত্বশীল সূত্র প্রকাশ।
সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিই ঈদগড় ফাঁড়িতে রয়েছে।
ঈদগড় সিএনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মশিরুর রহমান সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালকের অবস্থা আশংকা জনক। গাড়ী দুটি পুলিশের হেফাজতে রয়েছেন।