সিলেট থেকে দিরাইগামী বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় তার বাবা বাদী হয়ে চালক ও হেলপারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
শনিবার রাত ৯টায় দিরাই থানায় মামলাটি দায়ের করেন তিনি। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে চলন্ত বাস থেকেই মেয়েটি লাফিয়ে পড়েন। পরে আহতবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নির্যাতিত মেয়েটির বাড়ি দিরাই পৌর শহরের মজলিশপুরে। তিনি দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।
সুনামগঞ্জের এসপি মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে চালক ও হেলপারকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।