মগনামা রঙ্গিন খালের পূর্বকুল স্বপ্নচূড়া যুব উন্নয়ন সংগঠন” নামে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের রঙ্গিন খালের পূর্বকুলে নতুন একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সুদ মুক্ত ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারণ করে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “মগনামা রঙ্গিন খালের পূর্বকুল স্বপ্নচূড়া যুব উন্নয়ন” সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা মোহাং সৈয়দ নূর বাংলাদেশ সেনাবাহিনী।সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মনির হোসাইন, মোঃমামুন, আনোয়ার হোসেন রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফারুক।সাধারণ সম্পাদক হাছান আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, মোহাম্মদ হারুন, মনসুর আলম, নুরুল ইসলাম,ও অর্থ সম্পাদক মোহাং ইউসুফ সহ
১০০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়।
শুক্রবার রাত ৯টায় মগনামার পূর্বকুল এলাকায় সংগঠনের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়,মগনামা রঙ্গিন খালের পূর্বকুল স্বপ্নচূড়া যুব উন্নয়ন সংগঠন রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন।মহান মুক্তিযুদ্ধের চেতনা।ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অসংগতি, শিক্ষার সংকট, মাদকমুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সংকটের বিপরীতে এ সামাজিক সংগঠন গুরুত্ব ভাবে কাজ করবে।