কক্সবাজার সদরের ঈদগাঁও দঃমেহের ঘোনা ক্রীড়া সংস্থার কতৃক আয়োজিত মিনিবার ফুট বল টুনামেন্টের আনুষ্টানিক উদ্বোধন হয়।
২রা জানুয়ারী বিকেলে মেহেরঘোনাস্থ মাঠে এই খেলাটি উদ্বোধন করেন- নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের হারুন নর রশিদ। অতিথি হিসেবে ছিলেন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক সোলতান আহমেদ সভাপতিত্ব এবং টুনামেন্ট কমিটির সভাপতি মাহবুব আলম মাবুর পরিচালনায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, মফ স্বল সাংবাদিক ফোরাম,ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটি সভাপতি মফিজুল ইসলাম মফি, জালালাবাদ আ,লীগ সাধারন সম্পাদক
মমতাজুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোবারক, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছৈয়দ নুর, সাহাদত হোসেন,কাসেম রহিম,নাছির,হাজী ইসলাম। খেলা কমিটির পক্ষে কাউছার,মুর্শেদ, আজিজ,আরফাত,রুবেল,
জাহেদ,রিফাতসহ আরো অনেকে।
খেলা দেখতে বিপুল সংখ্যক দশর্কের সমাগম ঘটেছে