সদরের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ফোরকান আহমদ মৃত্যুবরন করেন।
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারী দুপুর একটায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয় ৬৯ বছর। তিনি মাদ্রাসা সংলগ্ন জাগির পাড়ার মরহুম সোলতান আহমদের সুযোগ্য পুত্র। দীর্ঘ কয়েক বছর যাবৎ তিনি শরীরে বাত,ব্যথাসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ পুত্র সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘবছর ধরে শিক্ষকতায় জড়িত ছিলেন।
৭ই জানুয়ারী সকাল ১০টায় আলমাছিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে।
এ শিক্ষকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, সভাপতি মফিজুল ইসলাম মফি, সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতসহ আরো অনেকে। শোক বার্তায়,শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।