প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একঝাঁক কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি।
বিবৃতিতে সাংবাদিক মিজানুর রহমান খান তারঁ সৃজনশীল,মননশীলও অনুসন্ধানমূলক লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন নিজস্ব এক ইমেজ। তাঁর মৃত্যুতে নেমে এসেছে গভীর শোক। প্রতিনিধিত্ব শীল সংগঠন রিপোর্টার্স সোসাইটি সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান,সংগঠন সভাপতি মফিজুল ইসলাম (দৈনিক আপনকন্ঠ), সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত (দেশের নিউজ),সাবেক সভাপতি,বর্তমান নিবার্হী সদস্য এম আবু হেনা সাগর ( কক্সবাজার প্রতিদিন), সদস্য এম ছরুয়ার শিফা (রুপসী গ্রাম),মিজবাহ উদ্দিন (কক্সবাজার বার্তা), মোজাম্মেল হক (গনসংযোগ),ওসমান গনি ইলি (জি কক্স টিভি ),রফিক উদ্দিন লিটন, হাফেজ বজলুর রহমান।