Logo

মসজিদে যাওয়ার পথে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

মোঃ শহিদ উখিয়া প্রতিনিধি। / ১২৩ বার
আপডেট সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে ইসহাক আহমদ (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল ঘোনারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইসহাক আহমদ ওই এলাকার মৃত ফজল করিমের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন ইসহাক আহমদ। এ সময় ঘোনারমোড় এলাকায় তাকে বন্যহাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়রা জানান, যেখানে বন্যপ্রাণির আবাসস্থল ছিল সেখানে রোহিঙ্গা ও স্থানীয় ভূমিদস্যুদের আবাসস্থল হয়েছে। যার কারণে বন্যপ্রাণিরা লোকালয়ে এসে তাণ্ডব চালিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। বিষয়টি নিশ্চিত করেছেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, আমি বাইরে আছি। এ ব্যাপারে আমি কিছু জানি না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর