Logo

শামলাপুর ২৩নং ক্যাম্প হতে ২য় দফায় ১৪১ রোহিঙ্গা পরিবারকে কুতুপালং-বালুখালীতে হস্তান্তর

টেকনাফ প্রতিনিধি। / ১১৫ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবির থেকে ২য় দফায় ১৪১ পরিবারের ৬৬৭জন রোহিঙ্গাকে কুতুপালং ও রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

সুত্র জানায়, ১৪ জানুয়ারি বিকাল ২টার দিকে শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে অন্যান্য ক্যাম্পে যেতে ইচ্ছুক ১৪১ টি পরিবারের ৬৬৭জন রোহিঙ্গা সদস্য আরআরআরসি অফিস কর্তৃক প্রদানকৃত ৯টি বাস ও ১০টি ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ক্যাম্পে গমন করেছে। এর মধ্যে যে সব ব্লক থেকে রোহিঙ্গারা ক্যাম্প ক্লোজ করে গেছেন তা হচ্ছে

(ক) ১৯নং ক্যাম্পে নেওয়া হয়েছে ৯৫ পরিবারের ৪৫৭ জন, (খ) ৪নং ক্যাম্পে নেওয়া হয়েছে ৪৬ পরিবারের ২১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর