কক্সবাজার সদরের জালালাবাদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ১৭ জানুয়ারী বিকাল সাড়ে চারটায় কক্সবাজার বিমানবন্দরে এই হামলার ঘটনাটি ঘটে। আহত রাশেদ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সাংসদ সাইমুম সরওয়ার কমলসহ আ,লীগ নেতাকর্মীরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়। নেতাকর্মীদের বহরে জালালাবাদ চেয়ারম্যান রাশেদসহ সদর যুবলীগ সহ সভাপতি মিজানুর রহমানও ছিল।
প্রত্যক্ষদর্শীসূত্র মতে, আ,লীগ নেতা মাহমুদুল করিমের নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত অবস্থায় রাশেদ ও মিজানের উপর হামলা চালায়। কিছু বুঝে উঠা আগেই রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে।
এতে রাশেদ আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
এদিকে জালালাবাদ চেয়ারম্যান রাশেদের উপর হামলার সংবাদ মুহুর্তেই সর্বত্র ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বৃহত্তর ঈদগাঁওবাসী বিক্ষোভ মিছিল করে। ঈদগাঁও বাজার, বাসস্টেশন, কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে। বিকাল ৫টা থেকে মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
যার ফলে, মহাসড়ক অবরোধে আটকা পড়েছে অসংখ্য দুরপাল্লার যানবাহন। বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ অব্যাহত রাখে। স্টেশনজুড়ে যানজট যেন চোখে পড়ার মত।
এই বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।