চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক ২টি স্থান থেকে ২টি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে লাশ ২টি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশ ২টি হচ্ছে, নাচোল উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা জানান, বৃহষ্পতিবার(২১ জানুয়ারী) সকালে নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আজিম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। রাতে কোন সময় এ ঘটনা ঘটে। তিনি আও জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে।
অপর দিকে বুধবার(২০ জানুয়ারি) দিবাগত রাতের যে কোন সময় নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়ে ছিল বৃদ্ধ আলাউদ্দিনের লাশ। পরিবারের ধারণা হেঁটে বাড়ি আসার সময় ড্রেনে পড়ে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সকালে লাশটি দেখতে পেয়ে আত্মীয়স্বজনকে খবর দিলে পরিবারের লোকজন লাশটি বাড়ি নিয়ে যায়।