কক্সবাজার সদরের জালালাবাদে সলিম উল্লাহ সুজন নাইট গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
২৫ জানুয়ারী রাত আটটায় জালালাবাদ বাহার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মিনিবার ফুটবল টূনার্মেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহা: আবদুল হালিম। প্রধান অতিথি হিসেবে ছিলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ার ম্যান ইমরুল হাসান রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগনেতা সেলিম উল্লাহ সুজন, ঈদগাঁও
প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এম আবুহেনা সাগর,
ঈদগাঁও কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদু রহমান নাহিদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, জালালাবাদ যুবলীগ সাধারন সম্পাদক শাহেদ কামাল ও ছাত্রলীগ নেতা ইমরানসহ অনেকেই।
রেফরীর দায়িত্ব পালন করেন, এক সময়ের কৃতি ফুটবলার ও ইউপি সদস্য মোফাচ্ছেল।
উদ্বোধনী খেলা কক্সবাজার বনাম স্বাগতিক ফরাজী পাড়ার মধ্যকার খেলা অনুষ্টিত হয়েছে।