কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টস্থ হোটেল-মোটেল এলাকায় হোটেল সী-ব্রীজ রিসোর্টে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। আটকরা সবাই রোহিঙ্গা নাগরিক।
র্যাব-১৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েন্টস্থ সৈকত পাড়া নামক স্থানে হোটেল সী ব্রীজ রিসোর্টের ২০৮ নং কক্ষে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কিছু মাদক কারবারি। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল সোমবার ( ৭ সেপ্টেম্বর) বিকালে ওই রিসোর্টে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেন।
তারা হলেন, আব্দুর রকিবের ছেলে মো. শহীদ (১৮), সিরাজুল মোস্তফার ছেলে মো. ফয়েজুল ইসলাম (১৮) ও নুর মোহাম্মদের ছেলে মো. আনাস (২০)। তাদের তিনজনের বর্তমান বাড়ি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়া ৪ রাস্তার মোড়ে।
সোমবার রাত সাড়ে ৯ টায় এক মেইল বার্তায় র্যাব ১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তিনজনেই রোহিঙ্গা নাগরিক। তারা স্বীকার করেছে, তাদের নিকট ইয়াবা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেও হেফাজতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৭৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।